বিদ্যালয় ভবনটি আধাপাকা। এতে ৩টি শ্রেণী কক্ষও ১টি অফিস কক্ষরয়েছে। বিদ্যালয়ের সামনে দিয়ে উপজেলা সংযোগ রাসত্মা রয়েছে। বর্তমানে ৩টি শ্রেণী কক্ষও ১টি অফিস কক্ষবিশিষ্ট ভবনের র্নিমাণ কাজ চলছে। |
বিদ্যালয়টি কাপাসিয়া উপজেলাররায়েদ ইউনিয়নের রায়েদ গ্রামেঅবস্থিত। অত্র এলাকায় প্রাথমিক শিক্ষার জন্য কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় এলাকার শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যাক্তি বর্গের সর্বসম্মতি ক্রমে সিদ্ধামত্ম গ্রহনের মাধ্যমে মরহুম ছয়েব আলী, আব্দুল আলী ও সেকান্দর আলীএর দানকৃত ৭০শতাংশ জমির উপর মরহুম তমিজ উদ্দিন মেম্বার ও আব্দুল খালেক মাষ্টার১৯৭০খ্রিঃ বিদ্যালয়টি প্রতিষ্টা করেন। |
অনুমোদনের জন্য শিক্ষাঅফিসে প্রেরিত।
২০০৮-৯২%
২০০৯-৯৩%
২০১০-৮৭%
২০১১-১০০%
২০১২-১০০%
বহু বছর ধরে এলাকার প্রাথমিক বিদ্যালয়ের গমনোপযোগী সকল শিশুর প্রাথমিক শিক্ষাসম্পন্ন হয়ে আসছে এবং প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ উর্ত্তীন এবং অত্র বিদ্যালয়ে বহু ছাত্র-ছাত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারী বেসকারী উচ্চ পর্যায়ে কর্মরত। |
এলাকার প্রাথমিক শিক্ষার মান উত্তোরনেরউন্নয়ন ঘটানো। |
উপজেলা শিক্ষাঅফিস থেকে রিক্সসায় বাসস্ট্যান্ড বাসে আমরাইদ- আমরাইদ থেকে অটোরিক্সসায় রায়েদ মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস