হাফিজি উদ্দিন উচ্চ বিদ্যালয়টি গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়া উপজেলাধীন রায়েদ ইউনিয়নে ভুলেশ্বর গ্রামের এক মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টির মোট জমির পরিমান ৩.১৫ একর। বিদ্যালয়টিতে এঞ্জেল কর্তৃক নির্মিত পাঁচটি শ্রেণি কক্ষ ও প্রতিষ্ঠালগ্ন কালে নির্মিত পাঁচ কক্ষ বিশিষ্ঠ মাটির ঘর সর্বমোট দশটি শ্রেণিকক্ষ দুটি অফিস রুম ও একটি কিম্পিউটার রুম বিদ্যমান। বিদ্যালয় সংলগ্ন একটি মসজিদ এবং মেয়েদের পৃথক নামাজের ঘর রয়েছে।
ইংরেজি ১৯৬৩ সনে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মরহুম হাফিজ উদ্দিন সাহেবের বাড়ীর কাচারি ঘরে ৬ষ্ঠ শ্রেণিতে ছাত্র ভর্তি এবং পাঠ দানের মাধ্যমে অত্র বিদ্যালয়ের প্রারম্ভিক যাত্রা শুরু হয়। এই স্কুল প্রতিষ্ঠায় মুখ্য ভুমিকায় ছিলেন মরহুম হাফিজ উদ্দিন আহমেদের পুত্র সকল। তার মধ্যে মরহুম সাহেব আলী, মরহুম আইয়ুব আলী এবং মরহুম মফিজ উদ্দিন সাহেবের অবদান অনস্বীকার্য। পরবর্তীতে এলাকাবাসীর প্রচেষ্ঠায় এবং মরহুম হাফিজ উদ্দিন সাহেবের সন্তানদের কর্তৃক দানকৃত (৩.১৫) বিঘা সম্পত্তিতে বর্তমান স্কুল ভবনটি নির্মিত হয়। ইংরেজি ১৯৭৫ সনে স্কুল হতে সর্বপ্রথম মেট্রিকুলেশন/ এস, এস, সি পরীক্ষায় অংশগ্রহণ করা হয়। প্রতিষ্ঠার ক্রান্তিলগ্ন হতেই বিদ্যালয়টি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের জন্য সর্বোচ্চ শিক্ষা মানের জন্য সচেষ্ঠ আছে। ৩ কক্ষ বিশিষ্ঠ একটি মাটির ঘরের মাধ্যমে স্কুলটির কার্যক্রম শুরু হলেও কালের পরিক্রমায় বর্তমানে ২টি সেমি - পাকা টিনশেড বিল্ডিং - এ যথাক্রমে ৪টি ও ২টি কক্ষ রয়েছে। ইহা ছাড়াও স্কুল কম্পাউন্ডে ছাত্রদের জন্য মসজিদ এবং মেয়েদের জন্য পৃথক নামাজ ঘর বিদ্যমান।
বিগত ৫ বছরের ফলাফল :
জে, এস, সি পরীক্ষার ফলাফল
পরীক্ষার সন | শিক্ষার্থীর সংখ্যা | কৃতকার্য | অকৃতকার্য | পাশের হার |
২০১০ | ৩৬ | ২৭ | ০৯ | ৭৫% |
২০১১ | ৬১ | ৫৯ | ০২ | ৯৬.৭% |
২০১২ | ৫৯ | ৫৬ | ০৩ | ৯৪.৯% |
২০১৩ | ৭৭ | ৭৪ | ০৩ | ৯৬.১০% |
এস, এস, সি পরীক্ষার ফলাফল
পরীক্ষার সন | শিক্ষার্থীর সংখ্যা | কৃতকার্য | অকৃতকার্য | পাশের হার |
২০১০ | ৪৯ | ৩৫ | ১৪ | ৭১.৪২% |
২০১১ | ৫৭ | ৫৩ | ০৪ | ৯২.৯৮% |
২০১২ | ৪৫ | ৩৬ | ০৯ | ৮০% |
২০১৩ | ৩৬ | ৩৬ | ০০ | ১০০% |
২০১৪ | ৩৫ | ৩৪ | ০১ | ৯৭.১৪% |
শিক্ষা বৃত্তির তথ্য : জে, এস, সি
পরীক্ষার সন | বৃত্তির সংখ্যা | বৃত্তির ধরন |
২০১১ | ০১ | সাধারণ বৃত্তি |
২০১২ | ০২ | সাধারণ বৃত্তি |
২০১৩ | ০১ | টেলেন্টফুল |
ব্যারিষ্টার - ১ জন, ইঞ্জিনিয়ার -৫ জন, ডাক্তার -৪ জন, উকিল - ১০ জন, ব্যাংকার - ১৫ জন, শিক্ষক - ৩০ জন।
হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শত ভাগ পাস সহ এ + এর সংখ্যা বৃদ্ধি করণ এবং বিদ্যালয়টিকে মডেল বিদ্যালয়ে রুপান্তর করা।
কাপাসিয়া উপজেলা থেকে পাকা রাস্তায় ৭ (সাত) কি. মি. উত্তরে মিয়ার বাজার। মিয়ার বাজার থেকে পশ্চিম উত্তর কোনায় দুই কি. মি. দূরে পাক রাস্তার পাশে হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়টি অবস্থিত।
১। তামান্না ফাতেমা, ১০ম শ্রেণি (বৃত্তি প্রাপ্ত)
২। সুমাইয়া, ১০ম শ্রেণি (বৃত্তি প্রাপ্ত)
৩। শারমীন আক্তার তমা, ৯ম শ্রেণি (টেলেন্টপুল বৃত্তি প্রাপ্ত)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস