বিদ্যালয়টি কাপাসিয়া উপজেলা সদর হতে প্রায় ১৫ কিঃমিঃ উত্তরে সমতল ভূমিতে নিরিবিলি পরিবেশে বেলাশী গ্রামে অবস্থিত। পশ্চিম মূখী দ্বিতল বিশিষ্ট ভবনে অফিসসহ ৬টি কক্ষ রহিয়াছে। প্রসস্থ খেলার মাঠসহ মোট ৩৬ শতাংশ জমি রহিয়াছে। |
অত্র বিদ্যালয়টি এলাকার সচেতন সমাজের নিজ প্রচেষ্টায় শুরম্ন হয়ে ১৯২৩খ্রিঃ প্রতিষ্ঠা লাভ করে ১৯৭৩ খ্রিঃ জাতীয় করন হয়। সুর্দীঘ বছর গুলোতে অত্র বিদ্যালয়ের ফলাফল অত্যমত্ম ভালো প্রাক্তনছাত্র-ছাত্রীদের মধ্যে ইঞ্জিনিয়ার ডাক্তারসহ অন্যান্য উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে জাতীয় ও আমত্মজাতিক পর্যায়ে অনেকেই আর্দশ স্থাপন করেছেন ও করতেছে। |
২০০৮-১০০%, ২০০৯-১০০%, ২০১০-১০০%, ২০১১-১০০% ২০১২-১০০% |
১ম শ্রেণী ৩০ জন, ২য় শ্রেণী ৩৪ জন, ৩য় শ্রেণী ৪৫ জন, ৪র্থ শ্রেণী ৪৫, ৫ম শ্রেণী ৪৩ জন সর্বমোট ১৯৭জন। |
অত্র বিদ্যালয় হতে বিগত বছরগুলোতে শত শত ছাত্র/ছাত্রী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন। এদের মধ্যে ডক্টর ৪জন ইঞ্জিনিয়ার ৩জন,ডাঃ ৫জন, চেয়ারম্যান ১জন। অত্র বিদ্যালয়ের অন্যতম অর্জন ঝড়ে পড়া রোধ ও শত ভাগ ভর্তি এবং প্রায় প্রতি বছর বৃত্তি পেয়ে থাকে। |
বিদ্যালয়টিকে আর্মত্মজাতিক মান সম্মত একটি মডেল প্রাথমিক বিদ্যালয়ে রূপামত্মর করাই হলো মূল পরিকল্পনা। |
কাপাসিয়া উপজেলা সদর হতে ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে রোড দিয়ে আমারাইদ। আমরাইদ হতে রিক্সা/সি.এন.জি যোগে অত্র বিদ্যালয়ে যেতে হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস