দ্বিতলা ভবন ১টি,আধাপাকা ভবন, ১টি পূর্বপাশে রাস্তা, সামনে ১টি খেলার মাঠ, পশ্চিম পাশে শীতলক্ষা নদী।দ্বিতলা ভবন ১টি,আধাপাকা ভবন, ১টি পূর্বপাশে রাস্তা, সামনে ১টি খেলার মাঠ, পশ্চিম পাশে শীতলক্ষা নদী।
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা রায়েদ ইউনিয়ন শীতলক্ষা নদীর তীরবর্তী বাগের হাট গ্রামটি অবস্থিত। অত্র গ্রামটি একটি বৃহৎ গ্রাম। এ গ্রামে প্রাথমিক শিক্ষার জন্য কোন প্রতিষ্ঠান না থাকায় এলাকার শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় মরহুম মৌঃ নাছির উদ্দিন পালোয়ান এর দানকৃত ৩৫ শতাংশ জমির উপর মরহুম শামসুল হক চৌধুরী বাগের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৫৮ খ্রিঃ প্রতিষ্ঠা করেন।
অনুমোদনের জন্য শিক্ষা অফিসে প্রেরিত।
সাল | পরীক্ষার সংখ্যা | উর্ত্তীণ | টেলেন্টপুল | সাধারণ |
২০০৮ | ১২ | ১১ | ০১ |
|
২০০৯ | ১১ | ১১ |
|
|
২০১০ | ১৮ | ১৮ |
| ০১ |
২০১১ | ১৬ | ১৬ |
|
|
২০১২ | ১৫ | ১৫ |
|
|
বিদ্যালয়ে শিক্ষার জন্য উপবৃত্তি চালু। ৭৫% |
বিদ্যালয় গমনোপযোগী শিক্ষার্থীর ১০০% ভর্তি নিশ্চিত এবং বিদ্যালয়ের বহু ছাত্র-ছাত্রী সরকারী বেসরকারী উচ্চ পদস্থ পর্যায়ে কর্মরত। |
এলাকার প্রাথমিক শিক্ষার মান উত্তোরনের উন্নয়ন ঘটানো।
উপজেলা শিক্ষাঅফিস থেকে রিক্সসায় বাসস্ট্যান্ড বাসে আমরাইদ- আমরাইদ থেকে অটোরিক্সসায় রায়েদ মধ্যপাড়া মধ্যপাড়া থেকে পায়ে হেঁটে বাগের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস