অফিসের প্রধান কার্যাবলীঃ
০১। সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে ভূমি উন্নয়ন কর দাবী নির্ধারণ ও আদায় করণ।
০২। দেওয়ানী মামলার দফাওয়ারী জবাব প্রস্ত্তত করে উর্দ্ধতন আফিসে প্রেরণ।
০৩। ভূমিহীনদের মাঝে কৃষিখাস জমি বিতরণ।
০৪। সরকারের খাসভূমি, ভিপি ভূমি, পরিত্যাক্ত ভূমিসহ অন্যান্য সরকারী ভূমি রক্ষনাবেক্ষণ করণ।
০৫।নামজারী জমা ভাগ কেস গুলি সরজমিনে তদন্ত করে আবেদন এর সাথে দাখিলিয় কাগজপত্র ও অফিসে রক্ষিত রেকর্ড রেজিষ্টারের সাথে মিলিয়ে উর্দ্ধতন অফিসেপ্রতিবেদন প্রেরণ।
০৬। চিঠি পত্রের জবাব প্রস্ত্তত করে প্রেরণ করণ।
০৭। উর্দ্ধতনকৃর্ত পক্ষের আদেশ-নিদেশ প্রতিপালন করণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস