বরাবর,
চেয়ারম্যান সাহেব,
২নং রায়েদ ইউনিয়ন পরিষদ
কাপাসিয়া, গাজীপুর।
বিষয়ঃ ইউ,পি সদস্য কে লাঞ্চিত ও অপমানিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ রইছ উদ্দিন প্রধান, পিতাঃ আলীম উদ্দিন প্রধান, গ্রাম ও পোঃ আমরাইদ, কাপাসিয়া, গাজীপুর। গত ৫/৮/১২ ইং রোজ রবিবার রাত আনুমানিক ৯.৩০ ঘটিকার সময় আমরাইদ বাজারের পুর্ব পাশে কফিল উদ্দিন মোল্যার চা ও লেপ-তোষকের দোকানে ১০০/২০০ জন লোকের সামনে শফিউদ্দিন, পিতা - মৃত আলিম উদ্দিন, গ্রাম - আমরাইদ, কাপাসিয়া, গাজীপুর। এবং তার সাথে আরো ২/৩ জন এর উস্কানিতে রফিকুল, পিতা - মৃত আঃ ছাত্তার, গ্রাম - দেওনা, কাপাসিয়া, গাজীপুর এবং হাবিবুর রহমান, পিতা - জিন্নাত আলী, গ্রাম - আমরাইদ, কাপাসিয়া, গাজীপুর। অকথ্য ভাষায় গালি গালাছ করে এবং আমি মোতালেবের নিকট থেকে ২ গন্ডা জমি ঘুষ নিয়ে তাদের বিরম্নদ্ধে রায় দিয়েছি বলে মিথ্যা অপপ্রচার চালায়, যা সম্পুর্ণ বানুয়াট। গালি গালাছ এর এক পর্যায়ে তারা আমাকে মারপিট করতে এলে উপস্থিত জনতা তাদের কে বাধাদেয়। এতে করে জন সম্মুখে আমাকে মিথ্যা ও বানুয়াট কথা বলে অপমান করাছে।
অতএব, জনাবের নিকট প্রার্থনা উক্ত ঘটনা তদমত্ম সাপেÿÿপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিতে আপনার যেন মর্জি হয়।
বিনীত নিবেদক
মোঃ রইছ উদ্দিন প্রধান
ইউ, পি সদস্য (৫ নং ওয়ার্ড)
২নং রায়েদ ইউনিয়ন পরিষদ
কাপাসিয়া, গাজীপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস